বডিবিল্ডিংয়ে রানারআপ হয়েছেন সিলেটের বাবলু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:১৬ অপরাহ্ন
বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত মি. বাংলাদেশ-২০২২ বডিবিল্ডিং প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়েছেন সিলেটের মো. তৌকির আহমদ বাবলু। গত ২০, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর রাজধানীর এনএসসি টাওয়ারে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবলু নগরীর শেখঘাট ভাঙাটিকর পাড়া এলাকার ফয়ছল আহমদ ফজলুর পুত্র। তিনি লামাবাজারস্থ এক্স-ম্যান ফিটনেস ক্লাবের স্বত্বাধিকারী।
তিনি একাধারে চট্টগ্রামে বিএবিবিএফ ম্যাক্স ২য় শৈবাল দাস সুমন ক্লাসিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০২২ এবং বঙ্গবন্ধু আইএফবিবি বাংলাদেশ ইনডিপেন্ডেন্স ডে বডিবিল্ডিং চ্যাম্পিয়নশীপ-২০২২ এ অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করেন।
এছাড়া এক্স-ম্যান ফিটনেস ক্লাব থেকে আরো দু’জন বডিবিল্ডার জয়দ্বীপ ও অর্ণব মি. বাংলাদেশ-২০২২ এ অংশগ্রহণ করেন। জয়দ্বীপ ৫৩ বছর বয়সে মাস্টার্স ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সেরা ৭ এ এবং অর্ণব ৬০ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সেরা ১২ তে জায়গা করে নেন।-বিজ্ঞপ্তি