মাধবপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:১৪:৩০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করতে গতকাল সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গত রোববার রাতে কমলপুর গ্রামের হক মিয়ার (৬২) রহস্যজনক মৃত্যু হয়। স্ত্রী ফুল বাহারসহ কয়েকজন-ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের চেষ্টা করেন। কিন্তুু তার নিকটআত্মীয় কয়েক জন মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক মনে করেন। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে নিহতের জমি লিখে নেয়া হয়।
মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মল চক্রবর্তী জানান, খবর পেয়ে ওসিসহ ঘটনাস্থলে গিয়ে মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়ায় সন্দেহ হলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি। তার শরীরে অনেক ক্ষত রয়েছে বলেও জানায় পুলিশ।