বড়দিনের আনন্দে শামিল হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:১৫:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : স্বজনদের সাথে বড়দিনের আনন্দে শামিল হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটর সাইকেল চালক অমিত সরকার (১৫)। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও এয়ারপোর্ট থানাধীন বড়শালার মৃদুল সরকারের পুত্র।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা সিলেটের ডাককে জানান, বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে পিতার মোটর সাইকেলে চড়ে গোয়াইনঘাটের উদ্দেশ্যে যাত্রা করে অমিত সরকার। সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষে অকালে প্রাণ হারায় ওই কিশোর। তার মৃত্যুর সংবাদে খ্রিস্টান সম্প্রদায় ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে বলে জানান তিনি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অমিত সরকারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গতকাল সোমবার রাত ১১টায় সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সূত্রে জানা গেছে, নিহত অমিত সরকারের লাশ মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।