ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানী
প্রবাসী যাত্রীদের সাথে ‘সুব্যবহারের’ তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:২৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসী যাত্রীদের সাথে ‘সুব্যবহার’ করার তাগিদ দিয়েছেন বক্তারা। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিতের নামে কোন যাত্রী যাতে হয়রানির শিকার না হন-সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
গতকাল সোমবার সকালে বিমানবন্দরে আয়োজিত গণশুনানীতে বক্তারা এসব কথা বলেন। গণশুনানীতে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী ফ্লাইটের যাত্রী মো: শাফি জানান, নিরবচ্ছিন্ন সার্ভিস এবং চেকিংয়ের নামে হয়রানি বন্ধ হয়ে গেলে বিলেতে বেড়ে উঠা নতুন প্রজন্ম দেশে আসার প্রতি আকৃষ্ট হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম অন্য দেশে যাবার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
ওসমানী বিমানবন্দরের কনফারেন্স হলে আয়োজিত এ গণশুনানীতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ। ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ব্যবস্থাপক আব্দুস সাত্তারসহ কাস্টমস কর্মকতা, আর্মড পুলিশ, ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও বিমান যাত্রীরা উপস্থিত ছিলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী বিমানের ভাড়া হঠাৎ করে বাড়িয়ে দেয়ার বিষয়ে আলোকপাত করেন। উদাহরণ টেনে তিনি বলেন, একশ’ টাকার ভাড়া দেড়শ’ হতে পারে। তাই বলে ৩০০ টাকা হতে পারে না। অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াও ৩ হাজার ৮শ’ টাকা থেকে ৫ হাজারও হতে পারে। তাই বলে, ১০ হাজার টাকা হতে পারে না। তিনি যাত্রী হয়রানি রোধে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রবাসী যাত্রীদের সাথে ইমিগ্রেশন কর্মকর্তাদের পজিটিভ অ্যাপ্রোচ করার পরামর্শ দেন। এতে দেশের ইমেজ বাড়বে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আরো বেশি উৎসাহবোধ করবেন। স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসায় বিলেতে গমনকারীদের অযথা প্রশ্নবানে জর্জরিত না করারও পরামর্শ দেন তিনি।
উপস্থিত সাংবাদিক ও যাত্রীদের অনেকে বিমানবন্দরের পার্কিংস্থলে যাত্রীদের নিয়ে টানাহেঁচড়ার বিষয়ে আলোকপাত করেন।
বাংলা নিউজের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, ওসমানী বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান রোধে পদক্ষেপ নেওয়্ াহলেও স্থানীয়ভাবে চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
সামগ্রিক বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরে আগে বিভিন্ন সমস্যা থাকলেও এখন সে পরিস্থিতির উত্তরণ হতে শুরু করেছে। যাত্রীদের সাথে সুব্যবহার এবং নিরাপত্তার নামে অযথা হয়রানি না করতেও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বাইরে পার্কিং জোনে যাত্রী হয়রানির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে এবং যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য চালকদের সঙ্গে মতবিনিময় করার জন্য তিনি এপিবিএন কর্মকর্তার প্রতি আহ্বান জানান।