নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের বেহাল দশা ॥ দুর্ভোগ চরমে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:৪১:২৮ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে রাকিল হোসেন : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নবীগঞ্জ ইনাতগঞ্জ সড়কের মধ্যবর্তী মাধবপুর থেকে নবীগঞ্জ পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
জানা যায়, নবীগঞ্জ-কাজীগঞ্জ ভায়া ইনাতগঞ্জ সড়কটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। উক্ত সড়ক দিয়ে উপজেলার ৪/৫ টি ইউনিয়নের মানুষসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন যানবাহনযোগে চলাচল করে থাকেন।
প্রায় ৩ বছর আগে রাস্তাটি পুনঃসংস্কার করে পাকা করা হয়েছিল। বর্তমান অবস্থায় নবীগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত রাস্তার বেশিরভাগ পিচ উঠে গিয়ে বড় বড় গর্তসহ খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল দু:সাধ্য হয়ে পড়ে।
সরেজমিন দেখা গেছে, এ রাস্তার পিস উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে বড় যানবাহন থেকে শুরু করে ব্যাটারিচালিত অটোরিক্সা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে কাদাময় হয়ে ওঠে।
আব্দুল মালিক, মোবারক হোসেনসহ স্থানীয়রা জানায়, জেলা ও উপজেলার সাথে যোগাযোগের রাস্তা হলো এটি। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় ৩ বছর পূর্বে এ রাস্তাটি পাকা হয়েছিল। অল্প দিনের মধ্যেই পিচ সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিসার ছাব্বির আহমেদ জানান, এ রাস্তাটি খুবই গুরুত্বপূর। আগামী বছর নির্মাণ কাজ শুরু হবে।