সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হলেন রোটারিয়ান মোঃ মতিউর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ১২:২৯:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী রোটারিয়ান মোঃ মতিউর রহমান।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে জেলা পরিষদের দ্বিতীয় মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের তালিকা ঘোষণা করা হয়। জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান প্যানেল চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। তিনি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী রোটারিয়ান মোঃ মতিউর রহমানকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে নাম ঘোষণা করেন। এছাড়া সভায় মোস্তাক আহমদ পলাশকে প্যানেল চেয়ারম্যান-২ এবং আমাতুজ জহুরা রওশন জেবিন রুবাকে প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, রোটারিয়ান মোঃ মতিউর রহমান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি রোটারি ক্লাব অব সিলেট সাউথের পাস্ট প্রেসিডেন্ট।