কোম্পানীগঞ্জ ও বানিয়াচংয়ে চোরাই গরুসহ আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:১৪:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে চোরাই তিনটি গরুসহ আব্দুল গফুর (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাসন আলীর পুত্র।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় ধৃত আসামিসহ দুইজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, আব্দুল গফুর গরুগুলো নিয়ে পালাচ্ছিলেন। টের পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ গরুসহ তাকে আটক করে। গরু তিনটির বাজারমূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা বলে থানা পুলিশ জানায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরির ঘটনায় উপজেলা জুড়ে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি।
বানিয়াচংয়ে চোরাই গরুসহ আটক ২
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে চোরাই গরুসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। এসময় চোরদের কাছ থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। আটককৃত চোরেরা হলো, বানিয়াচং উপজেলার সুবিদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র ছুরাব খান (৩২) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের নুর মিয়ার পুত্র সাজিদ মিয়া (৩৫)।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি জানান, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামের জনৈক ব্যক্তির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর। বিষয়টি ওই গরুর মালিক থানা পুলিশকে অবগত করে। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোর ছুরাব খানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে এবং ৪টি গরু উদ্ধার করে। এছাড়াও এ ঘটনায় জড়িত আরেক চোর সাজিদ মিয়াকে গতকাল মঙ্গলবার সকালে আলীগঞ্জ বাজার থেকে আটক করা হয়। ওসি জানান, অন্যান্য চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।