ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার বিশ্বের রোল মডেল —–ধর্ম প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:১৯:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেন। স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু সকল ধর্মের সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করেছেন। বর্তমান সরকারও একইভাবে কাজ করে চলেছে।
গত সোমবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার বিশ্বে রোল মডেল। এতো টাকা ব্যয়ে বিশ্বের অন্য কোনো দেশ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, প্রকল্প পরিচালক আব্দুল্লা আল শাহীন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মো. নজরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।