মাধবপুরে ৪টি খাবার হোটেলকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:২০:৩৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর বাজারে অভিযান চালিয়ে চারটি খাবারের হোটেলকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ অনিয়মের অভিযোগে চারটি খাবারের হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাড়ে ১৫ হাজার জরিমানা করেন।