রশিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু ॥ হেলপার আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:২৮:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় বিআরটিসির বাস ও অক্সিজেন সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক সাজন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গোল্লা গ্রামের খুরশেদ আলীর পুত্র। এ ঘটনায় পিকআপের হেলপার ও নিহতের চাচাতো ভাই নুরুল আমিন আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বিআরটিসি বাসটি মহাসড়কের রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অক্সিজেন সিলিন্ডারবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পিকআপের হেলপার। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত দুটি যান সরিয়ে চলাচল স্বাভাবিক করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরও একজন আহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনই থানায় আনা হয়েছে।