৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:৩২:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রতি বছর ৩০ ডিসেম্বর পালিত হবে ‘জাতীয় প্রবাসী দিবস। গতকাল মঙ্গলবার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এই কথা জানান। দিবসটি উদযাপনের লক্ষ্যে জারিকৃত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সচিব জানান, সভায় অনুমোদিত অন্য বিষয়গুলোর মধ্যে ছিল ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২২’, ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২২’ -এর খসড়ার চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ-লিবিয়ার মধ্যে ‘জয়েন্ট কো-অপারেশন ইন দ্য ফিল্ড অব রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন এবং ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (এনএসডিপি)-২০২১-এর খসড়া অনুমোদন।
তিনি আরো জানান, প্রতি বছর ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এতবিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে এটি অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।