মতবিনিময়ে তথ্য প্রকাশ: ২০ বছরে প্রায় আড়াই কোটি মহিলাকে সেবা দিয়েছে মেরী স্টোপস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:৪২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গত ২০ বছরে প্রায় আড়াই কোটি (২৫ মিলিয়ন) মহিলাকে সেবা দিয়েছে মেরী স্টোপস বাংলাদেশ। স্বাস্থ্যসেবাকে মানুষের আরো কাছাকাছি নিয়ে যেতে চায় সংস্থাটি।
গতকাল মঙ্গলবার সিলেটের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থার কর্মকর্তারা। নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন-মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (কর্পোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী। প্রেজেন্টেশন উপস্থাপন করেন-সংস্থার পরিচালক (এক্সটারনাল রিলেশন এবং নিউ বিজনেস ডেভেলপম্যান্ট) ডা. ফারহানা আহমেদ।
স্বাগত বক্তব্যে জাহিদুল ইসলাম আনসারী বলেন, মেরী স্টোপস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা বিশ্বের ৩৭টি দেশে গর্ভনিরোধক ও নিরাপদ গর্ভপাত পরিষেবা সরবরাহ করে। বাংলাদেশে বর্তমানে ৬টি মেটার্নিটি ক্লিনিক ও ৩৪টি রেফারেল ক্লিনিকের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে চলেছে। ইতোপূর্বে দেশের ৬৩টি জেলায় ১৪১টি ক্লিনিকের মাধ্যমে নামমাত্র মূল্যে ও ভর্তূকি দিয়ে এসব ক্লিনিক পরিচালনা করা হতো। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশে উত্তরণের কারণে দাতাদের সংখ্যা কমে যাচ্ছে এবং যে কারণে তাদেরকে অনেকগুলো ক্লিনিক বন্ধ করে দিতে হয়েছে। মেরি স্টোপস একটি অলাভজন প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন নিজেদের পায়ে নিজেরা টিকে থাকতে চাই। সিলেটের হাওরাঞ্চলে অংশীদারিত্বের ভিত্তিতে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানান তিনি।
প্রেজেন্টেশনে ডা. ফারহানা আহমেদ আরো বলেন, যুক্তরাজ্যভিত্তিক মেরী স্টোপস ইন্টারন্যাশনালের সাথে সমন্বয় রেখে বাংলাদেশে তারা তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সরকারের সাথে মেরী স্টোপস এর অংশীদারিত্বমূলক কার্যক্রম চলমান রয়েছে-যা নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো জোরদার করবে। তিনি জানান, মেরী স্টোপস এর টোল ফ্রি কল সেন্টারে (নম্বর-০৮০০০২২২৩৩৩) ফোন করে প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে যে কোন তথ্য জানা যাবে। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত ২০ বছরে প্রায় আড়াই কোটি মহিলা মেরী স্টোপসের সেবা নিয়েছে। সংস্থাটির মূল কার্যক্রম গ্রাহককেন্দ্রিক উল্লেখ করে তিনি বলেন, আমরা মহিলাদের জন্য কল্যাণকর ক্লিনিক হিসেবে পরিচিতি পেতে চাই। মেরী স্টোপস এর সার্বিক কার্যক্রম গতিশীল করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তারা আরো বলেন, ১৯৮৮ সাল থেকে মেরী স্টোপস বাংলাদেশে কাজ শুরু করেছে। সংস্থাটির অন্যতম উদ্দেশ্য প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স প্রমুখ। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মেরী স্টোপস সিলেটের ক্লিনিক ম্যানেজার ডা. শারমিন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মেরী স্টোপসের দর্শনদেউড়ি রেফারেল ক্লিনিকের প্রোগ্রাম অফিসার মোহন লাল দাস ও লামাবাজার ক্লিনিকের প্রোগ্রাম অফিসার মুবিনুল করিম।