দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অটোরিক্সা চালকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:৪৮:১৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় ট্রেন ও অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন লালমাটিয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আলী হোসেন (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিক্সা চালক। জানা যায়, বেলা ২টার দিকে অটোরিকশা চালক আলী হোসেন অটোরিকশা চালিয়ে লালমাটিয়া আবাসিক প্রকল্পে রেল লাইন অতিক্রম করে যাওয়ার সময় সিলেটগামী ট্রেন সুরমা মেইলের সাথে আলী হোসেনের অটোরিক্সার সংঘর্ষ হয়। এসময় ট্রেনের নিচে পড়ে দ্বিখন্ডিত হয়ে যান আলী হোসেন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ বিকেল ৩ টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জিআরপি’র ওসি সিএম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।