সিলেটে নাদেলকে উষ্ণ অভ্যর্থনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:৫২:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়ার পর নিজের জন্মভূমি সিলেটে এসে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল মঙ্গলবার বেলা ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুলে নিজ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরীর যৌথ পরিচালনা বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম, আরমান আহমেদ শিপলু, মহানগর আওয়ামী লীগ এর শিক্ষা সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদস্য তাহমিন আহমেদ, রাহাত তরফদার, ইমরুল হাসান, সৈয়দ কামাল, জুমাদিন আহম্মদ,ইলিয়াস আহমদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ নাইম আহমদসহ নেতৃবৃন্দ। সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও তাঁর নিজ জেলা মৌলভীবাজারের নেতৃবৃন্দও বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এসময় বক্তারা শফিউল আলম চৌধুরী নাদেলকে দ্বিতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদক করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয়বার দলের এতো বড় দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী যেভাবে দিনরাত কাজ করছেন আমাদের সবাইকেও একইভাবে কাজ করতে হবে। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শহরে প্রবেশ করে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান(রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সিলেট আওয়ামী লীগের প্রয়াত নেতাদেরকে স্মরণ করেন।