সিলেটে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ১১:২৪:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
সিলেটের খাদিম, বড়জান, ছরাগাং, কালাগুল চা বাগান এবং বড়জান চা বাগানের চা শ্রমিক ও টুলটিকর ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্তু বিতরণ করেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় এর সহধর্মিণী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি এজাজুল হক এজাজ, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, খাদিমনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শামিম,
৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নান্টু রঞ্জন সিংহ, সাংগঠনিক সম্পাদক সুশান্ত চাষা বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন দাস, খাদিম চা বাগান পঞ্চায়েত সভাপতি সবুজ তাতি, বরজান চা বাগান পঞ্চায়েত সভাপতি সুভাষ নায়েক রতিলাল, কালাগুল চা বাগান পঞ্চায়ে সভাপতি রন্জু নায়েক, ছড়াগাং চা বাগান পঞ্চায়েত সভাপতি কমল চাষা, আশরাফুজ্জামান চৌধুরী সাধারণ সম্পাদক
বৃহত্তর বালুচর শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি, আব্দুল আহাদ বাবর সভাপতি আমরা মুক্তিযোদ্ধা সন্তান (আমুস) সিলেট মহানগর কমিটি, টুলটিকর ইউ/পি-র মেম্বার ১ নং ওয়ার্ড – আকবর কবির সায়েম, আমিনা বেগম (সংরক্ষিত ১,২ ও ৩), শিরিন আক্তার (৪,৫ ও ৬)
,সেলিনা আক্তার (৭,৮ ও ৯) জব্বার আহমদ পাপ্পু সভাপতি টুলটিকর সমাজ কল্যাণ সমিতি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।