ফলাফল খারাপ হওয়ায় স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৯:৪০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী লাক্কাতুড়া চা বাগানের নীরেন গোয়ালার কন্যা প্রিয়াংকা গোয়ালা।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্কুল ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে জানান, গত সোমবার স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হলে ওই ছাত্রী স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার স্কুল ছাত্রীর মৃত্যু হয়। স্বজনরা জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে ছাত্রীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
নিহত স্কুল ছাত্রীর কাকা রাজু গোয়ালা জানান, দু’বোন এক ভাইয়ের মধ্যে প্রিয়াংকা ছিল সবার বড়। তার অকাল মৃত্যুতে পিতা-মাতা পাগল প্রায় । স্কুলের ছাদের রেলিং আরো উঁচু হলে এমন ঘটনা ঘটতো না বলে উল্লেখ করেন তিনি।
লাক্কাতুড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জিলকার চৌধুরী বলেন, স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে প্রিয়াংকার মৃত্যুর বিষয়টি দুঃখজনক। স্কুল কর্তৃপক্ষ ছাদের রেলিং আরো উঁচু এবং প্রতি তলায় গ্রিল সংযোগ করলে অনাকাক্সিক্ষত ঘটনা রোধ করা যাবে বলে মন্তব্য করেন তিনি।