চতুর্থবারের মতো সিলেট বিভাগের সেরা করদাতা হলেন একেএম আতাউল করিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৯:৪৬:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : চতুর্থবারের মতো সিলেট বিভাগের মধ্যে (২০২১-২০২২) সেরা করদাতা হলেন, তরুণ শিল্প উদ্যোক্তা একেএম আতাউল করিম। সম্প্রতি তাঁর নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে তিনি দুইবার দেশ সেরা এবং তিনবার সিলেট বিভাগে সেরা করদাতার সম্মান লাভ করেছিলেন। আজ বৃহস্পতিবার বিমানবন্দর সড়কস্থ গ্র্যান্ড সিলেট হোটেলে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পর্যায়ের এই সম্মাননা তার হাতে তুলে দেয়া হবে।
সিলেটের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক একেএম আতাউল করিম ২০১৯-২০ সালে সিলেট বিভাগের মধ্যে সেরা করদাতা হয়েছিলেন। একইভাবে ২০১৮-১৯ সালে পুরো বিভাগের মধ্যে সেরা করদাতা, ২০১৭-১৮ সালে আবারো সিলেট বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা হন। এছাড়া ২০১৬ এবং ২০১৭ বছরে তিনি জাতীয় পর্যায়ে সেরা করদাতা হয়েছিলেন। তখন দেশের সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তার মধ্যে একজন ছিলেন সিলেটের তরুণ শিল্প উদ্যোক্তা একেএম আতাউল করিম।
সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিন্ত এলাকার স্থায়ী বাসিন্দা ও লালদিঘীর পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী আলহাজ্ব আবু বকর মার্চেন্ট ও মোছা. জাহানারা বকরের একমাত্র পুত্র একেএম আতাউল করিম দেশের শীর্ষস্থানীয় এবিএম ওয়াটার গ্রুপের কর্ণধার।
একইসাথে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইনহারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসা পরিচালনা করছেন। তাঁর হাতে গড়া এবিএম ওয়াটার কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্রবন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন, বাংলাদেশের সবগুলো চিনিকলে বর্জ্য অপসারণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তাঁর হাত ধরেই। এবিএম আতাউল করিম ষষ্টবারের মতো সেরা করদাতা হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করেছেন।