মৌলভীবাজার সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৯:৫৮:২০ অপরাহ্ন
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২২ আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দরবাজারস্থ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএম-এ সমিতির ২০২২ সালের বার্ষিক কার্যক্রম, সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব সমিতির সম্মানিত জীবন সদস্যদের সামনে উপস্থাপন এবং বিস্তারিত পর্যালোচনা করা হবে। সমিতির এ বার্ষিক সাধারণ সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৌলভীবাজার সমিতির সম্মানিত উপদেষ্টাবৃন্দসহ সকল জীবন সদস্যগণ উপস্থিত থাকবেন।
সমিতির বার্ষিক এ মিলনমেলায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে বার্ষিক সাধারণ সভা সফল করে তুলার জন্য সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান ও সেক্রেটারি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী সবাইকে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি