কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৪৭:২৩ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহায়তায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ভানুগাছ বাজারের মাধবপুর রোডে অবস্থিত ফাষ্ট টাইম বেকারীকে ১২ হাজার টাকা, ১০নং রোডে অবস্থিত ডিজিটাল বেকারীকে ১০হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। #