বিএনপি’র কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘হুঁশিয়ারি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৫৭:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এই কর্মসূচিতে তাদের সমমনা দলের নেতারাও অংশ নেবে জানা গেছে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় গণমিছিল কর্মসূচির নামে বিএনপি যদি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে, মামলাও হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদর উপজেলায় নবগঠিত ভুল্লী থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি একটা রাজনৈতিক দল। তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি করবে। এতে আমাদের কোনো আপত্তি ও বাধা নেই। তবে বিএনপি যদি কর্মসূচির নামে ভাঙচুর-অগ্নিসংযোগ করে, রাস্তায় ব্যারিকেড দেয় এবং রাস্তায় বসে অবরোধ করে তাহলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।’