প্রথম দিন মেট্রো রেলে আয় ২,৭৪,৮৭২ টাকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৫৮:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : মেট্রো রেল চালু হওয়ার প্রথম দিন ৩ হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। উদ্বোধনের পরদিন গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে টিকিট কেটে যাতায়াত করেন তারা।
এ থেকে মেট্রো রেলের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর ২ জন যাত্রী র্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।