চিরনিদ্রায় শায়িত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৭:১৫:৫৪ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন (৬৫) কে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট শহরের নাইওরপুল জামে মসজিদে প্রথম জানাযা শেষে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে তাঁর লাশ নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে লাশ ঢাকা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,জগন্নাথপুর প্রেসক্লাব, পৌর পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে শ্রীরামসি স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে শোকার্ত মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশ্বনাথ- বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ সভাপতি দ্বিপঙ্কর কান্তি দে,মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগেরসভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, প্রয়াতের ভাই আবাব হোসেন, ছেলে মুক্তাকীন আহমেদ। জানাযার নামাজে ইমামতি করেন,হাফিজ নাফিজ আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ২০০৫ সাল থেকে আমি আকমল হোসেনকে চিনি। তিনি একজন বিচক্ষণ ও নিবেদিত প্রাণ রাজনীতিবীদ। সততার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সকল লোভ লালসার উর্ধ্বে উঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জানাযা শেষে মায়ের কবরের পাশে তাঁর দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী,জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান আহমেদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, ওসি মিজানুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম,সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান, জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল হাই, আলী আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ, বিএনপি নেতা এম এ মতিন, সামসুল ইসলাম সহ কয়েক হাজার মানুষ।
প্রসঙ্গত, গত সোমরাত রাত দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেন।