মাধবপুরে ট্রাকের ধাক্কায় হাঁসের খামারি নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৭:২৫:৩৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দিলে হাঁসের খামারি রহমত উল্লাহ (৫০) নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার তাউসী গ্রামের মৃত ছামির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল রাজ্জাক জানান, ঘন কুশায়ার মধ্যে নোয়াপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। ওই সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে হাঁসের খামারি রহমত উল্লাহ মারা যান।
পুলিশ দুর্ঘটনায় কবলিত দুটি যানবাহনকে জব্দ করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।