কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুল হকের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৭:২৭:৩৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক (৭৫) আর নেই। গত বুধবার দিবাগত রাত ১২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাইদুল হক তিনবারের নির্বাচিত ইউপি সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা সাইদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. মো. আব্দুন নুর, সাবেক কমান্ডার চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান।