চুনারুঘাটে পাচারকালে পিকআপ ভ্যানসহ ৫০ কেজি গাঁজা জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৭:২৮:৪৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে পাচারকালে পিকআপ ভ্যানসহ ৫০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নতুন বাজার এলাকা থেকে জব্দ করা হয়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারকালে নতুন বাজার নামক স্থানে পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৫-৩১৪৭)সহ ৫০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা কারবারীরা পালিয়ে যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ পিকআপসহ গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।