জেবুন্নেছা হক ও নাদেলের প্রতি এমপি হাবিব-এর অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৭:৩২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক দলের প্রেসিডিয়াম সদস্য এবং শফিউল আলম চৌধুরী নাদেল পুনরায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। এমপি হাবিব সিলেটের তৃণমূলের সৎ সাহসী ও ত্যাগী এবং জনপ্রিয় ২জন নেতাকে মূল্যায়ন করায় জাতির পিতা বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সৈয়দা জেবুন্নেছা হক ও শফিউল আলম চৌধুরী নাদেল এর নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ সুসংগঠিতভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আগামী নির্বাচনে সিলেটের সবগুলো আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এমপি হাবিব, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি