৫০ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে ওয়াকওয়ে নির্মিত হচ্ছে —এমপি হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৫:৫০:৪৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এটাকে সৌন্দর্য এবং নান্দনিকভাবে গড়তে কুশিয়ারা নদীর তীরে অচিরেই প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ওয়াকওয়ে নির্মিত হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে স্থানীয় চন্ডীপ্রসাদ স্কুল মাঠে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল বারী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক বণিক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সহ-সম্পাদক গোলাম সারোয়ার খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন খান, হাজী বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক ছালেহ আহমেদ ডালিম, দপ্তর সম্পাদক কামাল আহমেদ, সদস্য তোফায়েল আহমেদ ইমন, আফজাল হোসেন। সমিতির আয় ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন অর্থ সম্পাদক শাহীন আহমেদ খান।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী ক্বারী আব্দুল হান্নান। পবিত্র গীতা পাঠ করেন আনন্দময় গিরী দাস।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী এবং এলাকার গুণী ব্যক্তিদের উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।