মাধবপুরে কিশোরীকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৫:৫২:৫৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে পাশবিক নির্যাতনের অভিযোগে পুলিশ আরব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার শাহপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আরব আলী ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে।
মাধবপুর থানার এসআই শুভ দে জানান, গত মঙ্গলবার শাহপুরে এক কিশোরীকে আরব আলী বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। ধর্ষকের কবল থেকে পালিয়ে শুক্রবার সকালে মা বাবাকে ঘটনা জানালে পুলিশ অভিযুক্ত আরব আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শুক্রবার মাধবপুর থানায় আরব আলীকে আসামি করে মামলা করেছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।