কোম্পানিগঞ্জে এক রাতে দু’টি ট্রান্সফরমার চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৫:৫৭:০৩ অপরাহ্ন
কোম্পানিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানিগঞ্জে এক রাতে দু’টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর গ্রামে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। শীতের শুরুতে চুরির এ ঘটনায় গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র ওই এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের খোলস রেখে ভেতরের দামি তামার তার নিয়েছে। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
কোম্পানিগঞ্জ উপজেলায় প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলা হলে জড়িত সন্দেহে এ পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তবে, গডফাদারসহ চোর চক্রের সদস্যরা এখনো নিরাপদে থাকায় চুরির ঘটনা থামছে না বলে ভুক্তভোগিরা অভিমত ব্যক্ত করেছেন।
পল্লী বিদ্যুতের কোম্পানিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন, চুরি রোধ করতে এলাকায় প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করা হয়েছে। তবুও ট্রান্সফরমার চুরি রোধ করা যাচ্ছে না। চোরদের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। গত দুই মাসে ১৯ টি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, চোর চক্রকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।