সিলেট জেলা জমিয়তের কর্মী সম্মেলন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৫:৫৮:০৫ অপরাহ্ন
সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কর্মী সম্মেলন আজ শনিবার দুপুর ১২ টায় রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন, প্রধান বক্তা দলের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, বিশেষ অতিথি জমিয়তের সিনিয়র সহ সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী প্রমুখ।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন জানান, দীর্ঘ পাঁচ বছর পর মাঠ পর্যায়ে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে সম্মেলনে উপস্থিত হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী।-বিজ্ঞপ্তি