শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত সাড়ে ২৪ হাজার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:০৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২০ সনের সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গতকাল শুক্রবার শুরু হয়েছে। প্রথমদিনে সিলেট বিভাগে ৩৯ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করে ১৪ হাজার ৫৪৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৫৭৫ জন। সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এন.টি.আর.সি.এ) এর অধীনে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট গ্রহণে সিলেটের ৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১২টি পরীক্ষা কেন্দ্রে কলেজ পর্যায়ের পরীক্ষার্থী রয়েছেন ১৪ হাজার ৯৬৩ জন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমদিনের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারী করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার শুরু হয়েছে।