সিলেটে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে : এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:২৪:২৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেটে ব্যবসা, বাণিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সিলেট থেকে উৎপাদিত পণ্য কম খরচে ভারতের সেভেন সিস্টারসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা যেতে পারে। সিলেটের হবিগঞ্জে ইকোনমিক জোন, মৌলভীবাজারে শ্রীহট্ট ইকোনমিক জোন ও কোম্পানিগঞ্জে হাইটেক পার্ক গড়ে তোলা হয়েছে। তিন হাজার কোটি ব্যয়ে ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সিলেটকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিলেটে যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে সিলেটের ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সিলেট অঞ্চলের মানুষ শিক্ষা, চাকুরী, ব্যবসা বাণিজ্যে পিছিয়ে রয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে। দেশে লেখাপড়া করে নতুন প্রজন্মকে এ অবস্থা থেকে বেরিয়ে আমাদের সিলেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি গতকাল শুক্রবার সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। নগরীর হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ খানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কবির রহমানের পরিচালনায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।
বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল হক, উপপরিচালক নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম। মোহাম্মদ জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি আব্দুল কাদির খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক এম কামরুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামির হোসেন জামিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক রিফাত হোসেন সাঈদ, কার্যকরী পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, সাইদুর রহমান আলী, সুলেমান আহমদ, আলফাছ আহমদ, সাধারণ সদস্য শুয়াইবুর রহমান, আহসান হাবিব জাবেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন।
বার্ষিক সাধারণ সভা শেষে সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যদের সন্তানদের হাতে বৃত্তির টাকা ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়া সদস্যের মাঝে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে ২৩টি পুরস্কার ও প্রতিটি সদস্যদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি