সিলেট স্টেশন ক্লাব পরিচালনা পর্ষদ এর নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর ২০২৩ সালের পরিচালনা পর্ষদ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মঞ্জুর আহমদ চৌধুরী। গতকাল শুক্রবার সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে সাধারণ সভা শেষে রাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য পদে নির্বাচিতরা হলেন, ভাইস প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী, সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সদস্য (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) নেহাল মোহাম্মদ হাসনাইন, সদস্য (ক্রীড়া বিভাগ) মুফতি এএস শামীম আহমদ, সদস্য (বিনোদন বিভাগ) কয়সর আহমদ উরফে আব্দুল মোমিন, সদস্য (সংস্কৃতি বিভাগ) এডভোকেট মো. তাহমিনুল ইসলাম খান, সদস্য (আপ্যায়ন বিভাগ) মিছবাহ উদ্দিন চৌধুরী রুপন। নির্বাচন কমিশনের আহবায়ক এর দায়িত্ব পালন করেন এডভোকেট মো. মফুর আলী এবং সদস্য ছিলেন একেএম মামুনুর রশিদ ও আহমেদ তাজদিকুল মাওলা বাপ্পী।
দুপুর ১২টায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য মো. আতাউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূর উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাছিম হোসেন, মো. নজরুল ইসলাম, শাহদত রহিম, সমশের জামাল, ফেরদৌস চৌধুরী রুহেল, মহসিন মালিক চৌধুরী, সিফাত আহমদ চৌধুরী, আহমেদ তাজফিকুল মাওলা বাপ্পি প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাব ম্যানেজার পরাগ কান্তি দেব।-বিজ্ঞপ্তি