কমলগঞ্জের চৈত্রঘাটে ধলাই নদীর ওপর নির্মিত সেতু ফের ভেঙে পড়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৩৯:৫৯ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মেরামত শেষে চালু হতে না হতেই কমলগঞ্জ-মৌলভীবাজার জেলা সদরে যাতায়াতের চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর ওপর নির্মিত সেতু ফের ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার ভোরে সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে, বিকল্প সড়কে চা বাগান ঘুরে যানবাহন চলছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর বিকেলে সেতুটি ভেঙে পড়েছিল। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে গতকাল বিকেলে ভারী যানবাহন ছাড়া হালকা যান চলাচলের অনুমতি দেয়। সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে কয়লাবোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় সেটি ভেঙে পড়ে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে কয়লাবোঝাই ট্রাক সেতু পারাপারের সময় পুনরায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। থানায় একটি ডায়েরিও করা হয়েছে। এই স্থানে নতুন সেতুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ধলাই নদীর ওপর চৈত্রঘাট এলাকায় সেতুটি নির্মিত হয়। মৌলভীবাজার জেলা শহর ছাড়াও শমশেরনগর চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক ও সেতু। কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার ৩ ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ও সেতু দিয়ে যাতায়াত করেন।