মালনীছড়া মাঠে রাগীব-রাবেয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম —-দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৫১:৩৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম। খেলাধুলা ব্যক্তিত্ব বাড়ায়। মানসিক বিকাশ ও সুস্থ দেহ-মনের জন্য সহায়ক। মাদকমুক্ত সমাজ ও সুস্থ সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদেরকে খুঁজে বের করে সঠিক অনুশীলনের মাধ্যমে তৈরী করা প্রয়োজন। যাতে করে এই প্রতিভাবানরা ভবিষ্যতে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পারে।
গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগান মাঠে ‘রাগীব-রাবেয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ টুর্নামেন্টে অর্ধশতাধিক ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মিরাবাজার ক্রিকেট ক্লাব ও জিনিয়াস ক্রিকেট ক্লাব বাদাম বাগিচা অংশ নেয়। খেলায় জিনিয়াস ক্রিকেট ক্লাব বাদাম বাগিচা ২ উইকেটে বিজয়ী হয়।
বিশিষ্ট চা-কর, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী আরো বলেন, ভালো খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এখানকার শিক্ষার্থীরা একদিন দেশে-বিদেশে আমাদের সুনাম ছড়িয়ে দেবে-এটাই আমাদের প্রত্যাশা। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তুলে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন।
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রথম বেসরকারি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেন, খেলাধূলার পাশাপাশি ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানের ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মো. আজম আলী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সদস্য দেওয়ান সাকিব আহমদ, মালনীছড়া চা বাগানের হেড টিসি মো. সুজাউল করিম। এছাড়া বাগান পঞ্চায়েতের পক্ষে বক্তব্য রাখেন সুফল বাউরী, জিতেন সবর প্রমূখ।