বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভা
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে ………পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৫৩:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। যা দেশবাসী রুখে দাঁড়াতে পিছপা হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ এখন বুঝতে পারে কাদের দ্বারা দেশের উন্নয়ন হয় আর কাদের কারণে দেশ পিছিয়ে পড়ে।
গত বৃহস্পতিবার রাতে সিলেটের আখালিয়া তপোবন সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত ও আখালিয়াঘাট শাবিপ্রবি গেইট আওয়ামী লীগ শাখার সহযোগিতায় ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার উদ্দিন রুনু’র সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি অধ্যাপক আমিনুল হক চুন্নু এবং সদর উপজেলা যুবলীগ নেতা দুলাল মিয়ার যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ নার্গিস পারভিন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট জেলা সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন, মহানগর সভাপতি জেসমিন নাহার, জেলা সাধারণ সম্পাদক ওমর ইসলাম ফয়সল, মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা উল্লাহ, প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম ছমির উদ্দিন স্মৃতি পরিষদের আহবায়ক মঈন উদ্দিন, আতাউর রহমান, আখালিয়া পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ভার্সিটি গেইট ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শাহজাহান, আওয়ামী লীগের নেতা জহির উদ্দিন লাল, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি খুরশিদ আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ সভাপতি আবু বকর পারভেজ, আব্দুল হান্নান শিপন, জালালাবাদ থানা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, নজরুল ইসলাম লাহিন, শাহজাহান চৌধুরী, শাহানুর, ইরান মিয়া, শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাক আহমদ রাজন, মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সাদেক মিয়া, আলী হোসেন, যুবলীগ নেতা সিরাজ মিয়া, আব্দুল কুদ্দুস, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা মিনহাজ, সৌরভ, জামাল, আল আমিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আখালিয়া জামে মসজিদের সেক্রেটারি ইকবাল মাহমুদ।