মেট্রোরেলে দ্বিতীয় দিনেও ছিল যাত্রীদের ঢল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৫৭:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ছুটির দিন গতকাল শুক্রবারও মেট্রোরেলে চড়েছেন কয়েক হাজার যাত্রী। তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে মেট্রোতে চড়তে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন অনেকে। দূর-দূরান্ত থেকেও মেট্রোরেলে চড়তে এসে ব্যর্থ হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা। মেট্রোরেলে চলাচলের সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আর দীর্ঘ সময় অপেক্ষার পর যারা মেট্রোরেলে চড়তে পেরেছেন তাদের খুশির অন্ত ছিল না।
বেশিরভাগ যাত্রী বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে মেট্রোরেলে চড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক উত্তেজনার কারণে হতাশা ও আতঙ্কের মধ্যেও মেট্রোরেল রাজধানীবাসীর মধ্যে খুশির জোয়ার সৃষ্টি করেছে।
এদিকে, মেট্রো রেলে চড়তে দ্বিতীয় দিন ভোরে উত্তরা ও আগারগাঁও স্টেশনে টিকেটের জন্য ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘ হয়। প্রথম দিন যারা মেট্রোতে চড়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় দিন তাদের অনেকে চড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন। সময় কম হওয়ায় এদিনও সব যাত্রী পরিবহণ করাতে পারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ।