দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:৫৭:৪৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে।
গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়। তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্রাক গত সপ্তাহে বক্সবার্গ নামক স্থানের একটি সেতুর নিচে আটকে পড়ে। এ সময় সেখানে জ্বালানি লিক হতে শুরু করলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। এ খবর দিয়েছে আরব নিউজ।
তবে, গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বক্সবার্গ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৪ জন মারা গেছেন। নিহতদের অনেকেই শুধুমাত্র আটকা পড়া ট্রাকটি দেখতে এসেছিলেন। এছাড়া ১১ স্বাস্থ্যকর্মীও রয়েছেন মৃতদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে সেতুর নীচে একটি বিশাল বিস্ফোরণ দেখা গেছে।
ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল। এই গ্যাস রান্না এবং গ্যাসের চুলায় ব্যবহƒত হয়।