জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গভর্ণিং বডির ৭ম সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৬:৪৭:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গভর্ণিং বডির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী। সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি অতিরিক্ত সচিব (মেডিকেল এডুকেশন) নীতিশ চন্দ্র সরকার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন রাহাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি চক্ষু বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ এবং পেডিয়েট্রিক বিভাগের বিভাগীয় প্রধান ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ, ফাউন্ডার নমিনী আব্দুল হাই, অভিভাবক প্রতিনিধি হিসেবে মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল হান্নান, অধ্যাপক ডা. নূরুল কাইয়ুম মোহাম্মদ মুসাল্লিন এবং অধ্যাপক ডা. সায়েক আজিজ চৌধুরী, ডোনার প্রতিনিধি ডা. সাদিয়া মালিক চৌধুরী।
সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন। সভার শুরুতে গভর্ণিং বডির চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
সভায় গভর্ণিং বডির ৬ষ্ঠ সভার কার্যবিবরণী অনুমোদন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে জানুয়ারি-জুন ২০২৩ সময়ের বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মুহম্মদ আতিকুর রহমান এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।