মাধ্যমিকে ৯০ ভাগ এবং প্রাথমিকে ৫৭ ভাগ বই পৌঁছেছে
স্কুলে স্কুলে বই উৎসব আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৬:৫০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার উৎসব আজ। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব এর উদ্বোধন করেছেন। আজ ১ জানুয়ারি রোববার স্কুলে স্কুলে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হবে বই উৎসব। সিলেটের শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বই বিতরণ উৎসব পালনে নিজ নিজ প্রস্তুতি সম্পন্ন করেছে। সিলেট বিভাগের মাধ্যমিক ও দাখিল শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ ৬৬ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে ৯০ ভাগ বই পৌঁছে গেছে। প্রাথমিকে বই বিতরণের সংখ্যা জানাতে পারেননি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দিন। পরে ৪ জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখা যায়, বিভাগে ৬৩ লক্ষ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে ৫৭ ভাগ বই স্কুলে পৌঁছে গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, এবছর সিলেট বিভাগের ৪ জেলায় ১২ লক্ষ ২ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হবে। মোট নতুন বইয়ের চাহিদা প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে সিলেট ৫৯ লক্ষ ৫৫ হাজার, মৌলভীবাজার ৩৬ লক্ষ ৬৫ হাজার, হবিগঞ্জ ৩১ লক্ষ ২ হাজার এবং সুনামগঞ্জ ৩১ লক্ষ ৪৪ হাজার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট চাহিদার প্রায় ৯০ ভাগ বই স্কুলে পৌঁছে গেছে। অবশিষ্ট বইগুলো আগামী কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে।
এদিকে, সিলেট বিভাগে প্রাথমিক শাখার শিক্ষার্থী ও বইয়ের চাহিদার পরিমাণ জানতে বিভাগীয় উপপরিচালককে ফোন করলে তিনি বিষয়টি বলতে পারছেন না বলে জানান। তবে অফিসের আব্দুল খালিক নামের এক কর্মকর্তার নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। পরে আব্দুল খালিককে বেলা ১টার দিকে ফোন করলে তিনি তথ্য সংগ্রহ করে জানাচ্ছেন বলে জানিয়ে বলেন, চাহিদার প্রায় ৫৫ ভাগ বই এসেছে। পরে সন্ধ্যার পরে ফোন করলে তিনি তথ্য সংগ্রহ করছেন বলে জানান। রাত ৭টার দিকে ফোন করলে আব্দুল খালিক এর মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফোনে যোগাযোগ করে সংগ্রহ করা তথ্য থেকে জানা যায়, সিলেট বিভাগের প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সোয়া ১৩ লক্ষ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৩ লক্ষ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে সিলেটে ১২ লক্ষ ৮৫ হাজার ৩৮৭টি, হবিগঞ্জে ১৭ লক্ষ ৪০ হাজার ৭৪২, সুনামগঞ্জে ২০ লক্ষ ১৮ হাজার ২৯৯ এবং মৌলভীবাজারে প্রায় ১৩ লক্ষ বই বিতরণ করা হবে। তবে প্রাথমিকের বিতরণের জন্য মোট চাহিদার ৫৭ ভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছেছে। প্রাথমিকে সবচেয়ে কম বই পৌঁছেছে সুনামগঞ্জে। সেখানে চাহিদার মাত্র ২৫ ভাগ বই পৌঁছেছে বলে জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো তথ্য থেকে জানা যায়। তবে প্রতিদিন বই আসছে বলে জানান কর্মকর্তারা।
গোলাপগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, উৎসবের জন্য অনেক স্কুলে ব্যানার বেলুনসহ নানা উপকরণে সজ্জিত করা হয়েছে। বছরের প্রথম দিনই শিশু শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বড়লেখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, হবিগঞ্জে প্রায় ৮৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে গেছে। জেলার চুনারুঘাট ও বাহুবলে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ জানান, সিলেট জেলায় প্রায় ৮৫ ভাগ বই পৌছে গেছে। বই স্কুলগুলোতে চলে গেছে। এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট বই পৌছে যাবে। প্রতিটি স্কুলই উৎসবের প্রস্তুতি নিয়েছে।