ইসলামের নীতি-আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না ———– সাইয়েদ হাসান আজাদ মাদানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:০৬:১০ অপরাহ্ন
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.)’র দৌহিত্র, আওলাদে রাসূল (সা.) হাফিজ মাওলানা সাইয়েদ হাসান আজাদ মাদানী ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে অবদান রাখার আহবান জানিয়ে বলেছেন, ইসলাম মানুষের সাথে সদ্ব্যবহার, শিষ্ঠাচার ও বিনয়ী আচরণের মাধ্যমে পারস্পরিক সম্পর্কোন্নয়ন, শান্তি ও সম্প্রীতি স্থাপনের শিক্ষা দেয়। এ ক্ষেত্রে ধর্মীয় পরিচয় বিবেচিত হয় না।
তিনি কোরআন-হাদীস শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে জীবন ও সম্পদ সৎপথে ব্যয় করতে হবে। প্রতিকূল অবস্থায়ও ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। প্রয়োজনে ইমাম হোসাইনের মতো নির্যাতিত হতে হবে তবুও ইসলামের নীতি-আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না।
তিনি গত শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার শিবের বাজারে জামেয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার বার্ষিক জলসায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বরইকান্দি সিনিয়র মাদ্রাসার অবসরপাপ্ত প্রিন্সিপাল ও রাজারগাঁও মাদ্রাসার সভাপতি কাজী মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় আরো বক্তব্য রাখেন কৌড়িয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহসিন আহমদ, সিলেট নগরীর শাহ আবু তোরাব জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির, সুরইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক ও রাজারগাঁও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল।-বিজ্ঞপ্তি