সিলেটে ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে সতর্ক ছিলো পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার দিবাগত রাত ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে সতর্ক ছিলো সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগ থেকেই উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও লোকসমাগম না করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, আজ ১ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল ছিলো।
গতকাল শনিবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের পক্ষ থেকে টানা ১৩ ঘণ্টা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে উন্মুক্ত স্থানে সব ধরনের গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, আদেশ লঙ্ঘনকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চাইছে পুলিশ।