নছির উদ্দিন আহমদ স্মৃতি হিফযুল কুরআন বৃত্তি প্রতিযোগিতা
প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে ———-শফিকুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:৩৭:১৫ অপরাহ্ন

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। পদ্মাসেতু এবং মেট্রোরেল চালুসহ বিভিন্ন অভাবনীয় উন্নয়নে বাংলাদেশ বিশে^র সঙ্গে তাল মেলাচ্ছে। ভিশন ডিজিটাল বাংলাদেশ সম্পন্ন হয়েছে। এবার প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
নছির উদ্দিন আহমদ ও হোসনে আরা বেগম এডুকেশন ট্রাস্ট সিলেটের উদ্যোগে ১০ম নছির উদ্দিন আহমদ স্মৃতি হিফযুল কুরআন বৃত্তি প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার দুুপরে জামেয়া ইসলামিয়া দারুল আরকাম মাদরাসা ভবন লালাদিঘীরপাড়ে এডুকেশন ট্রাস্টের চেয়ারপারসন হুমায়ূন ইসলাম কামালের সভাপতিত্বে ও জামেয়া ইসলামিয়া দারুল আরকাম মাদরাসার সভাপতি আফসার আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেঙ্গর সিটি নর্থ ওয়েলস ইউকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান।
প্রধান অতিথি আরো বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। হিফযুল কুরআন প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবী ছাবির আহমদ, ফখর উদ্দিন লাবুল, শামীম আহমদ, আফতাব আলী, কবির আহমদ প্রমুখ। প্রতিযোগিতা শেষে ১০জন বিজয়ী শিক্ষার্থীকে নগদ বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি