দরগাহ মহল্লা নিবাসী এডভোকেট আজিজুর রহমানের স্ত্রীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:৪৭:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীর দরগাহ মহল্লা পায়রা ১৭ নিবাসী বিশিষ্ট আইনজীবী এডভোকেট মরহুম আজিজুর রহমানের স্ত্রী নূরজাহান বেগম চৌধুরী গত শুক্রবার রাত ৮ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (র:) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন কন্যা ও এক পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার পুত্র মারুফ আহমদ সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। এছাড়া, বড় মেয়ের দিকের দুই নাতি ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় মেয়ে আমেরিকা প্রবাসী এবং তৃতীয় কন্যা যুক্তরাজ্য প্রবাসী।