বাংলাদেশ বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে: এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ২:২১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বাংলাদেশ বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিটি মানুষ যদি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তাহলে ২০৪১ সালের আগেই দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবে।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছেন আমাদের তরুণ সমাজ। তরুণরা ইচ্ছে করলে একটি সমাজের চেহারা বদলে দিতে পারেন। বর্তমান সরকারও তরুণদের ভালো কাজকে মুল্যায়ন করছে। সিলেটের সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমর চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, অমরেন্দ্র দেব, ডাঃ এ.এ.এম শিহাব উদ্দিন, সাংবাদিক আবুল মোহাম্মদ, সাংবাদিক আশীষ দেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন রুমকি রানী চন্দ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ আহমদ, গীতা পাঠ করেন অন্তরা দেব। অনুষ্ঠানের মাধ্যমে চারজনকে সংবর্ধনা দেয়া হয়। তারা হণেলন-বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ (চয়ন), সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু ও সিলেট প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম। সংবর্ধিত অথিথিন বক্তব্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন, দেশের প্রতিটি সৃজনশীল কাজে তরুণদের সম্পৃক্তা রয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি উন্নয়ন উৎকর্ষে তারা জড়িয়ে রয়েছে। তাই তরুণ সমাজ দেশের গুরুত্বপুর্ণ অংশ। তিনি বলেন, আমার বাবা এই সংগঠনের জন্য কাজ করেছেন, আমিও সব ভালো কাজে নিজেকে উৎসর্গ করতে চাই। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে তরুণদের এগিয়ে আসা দরকার। দেশের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা না থাকলেও কোনো কাজে তৃপ্তি পাওয়া যায়না। মিট টেক ল্যাব’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, প্রতিষ্ঠাতা ছাবেদ হোসেন, বিধান কৃষ্ণ রায়, কেন্দ্রীয় কমিটির রুপম তালুকদার, রঞ্জন দাস, তাহের হোসেন, অপু কর, রক্তিম রায়, টিটন পাল, জয়দেব বিশ্বাস, রাজীব চন্দ্র দাস, সৈয়দ তায়েফ আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক হিমেল তালুকদার রাবেল, ঋষিকেশ দাস, পার্থিব দেব পার্থ, শ্রীজীব দাস, বিশাল পাল, ভুপতি রায়, মিশু দাস, রিয়া দাস, আবির আহমদ আকাশ, সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ মাসুক মিয়া, হাদিসনুর হাসান, আশরাফ আহমদ, জুবায়ের আহমদ, প্রসেনজিৎ বৈষ্ণব, রবিন দাস, অমিত দাস, সজীব কান্তি দে, আজিজ আহমেদ, শহিবুর ইসলাম সৌরভ, রনি বিশ্বাস, পার্থ সাহা, মোঃ কাইয়ুম প্রমুখ।