দানবীর ড. রাগীব আলীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:০৪:১১ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি পরিবার। নববর্ষের প্রথম দিন গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে ফুলেল শুভেচ্ছা জানান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ট্রেজারার বনমালী ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাদিকা জান্নাত চৌধুরীকেও নববর্ষের শুডেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহবান জানান। এসময় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।