রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজে সবক উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:০৭:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় হিফজে সবক উদ্বোধন করেছেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। গতকাল রোববার বিকাল ৩টায় দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত লিডিং ইউনিভার্সিটির মসজিদ সংলগ্ন প্রস্তাবিত রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজে সবক উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিনা খরচে থাকা-খাওয়াসহ আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করবে। স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণকাজ অতি শীঘ্রই শুরু হবে। তিনি এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতির জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ নিজেই এই হাফিজদের মাধ্যমে এই পবিত্র কোরআনের হেফাজত করেন। তিনি আরও বলেন, এই মাদ্রাসা চালু করা একটি যুগোপযোগী সিদ্ধান্ত এবং এরই মধ্য দিয়ে দানবীর ড. রাগীব আলীর শিক্ষা এবং জ্ঞানার্জনের চলমান ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। এই মাদ্রাসার মাধ্যমে এলাকায় ভালো আলেম তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং দানবীর ড. রাগীব আলীর দীর্ঘায়ু কামনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জ্ঞাপন করে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী। এলাকাবাসীর পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন মুহিবুর রহমান এবং এনামুল হক মাক্কু।
ছহিফাগঞ্জ এস. ডি. মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ শিক্ষক মাওলানা আব্দুল হালিম। এতে মোনাজাত পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি মসজিদের ইমাম এবং রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ প্রধান হাফিজ আব্দুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাইমুল ইসলাম, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন ড. মো. রেজাউল করিম, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়খুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দেওয়ান সাকিব আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং রাগীব নগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।