সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা
সমন্বিত প্রচেষ্টায় বৃহত্তর সুনামগঞ্জের কল্যাণে আরো বেশি কাজ করা যাবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:১০:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট অবস্থানরত সুনামগঞ্জবাসীর সংগঠন ‘সুনামগঞ্জ সমিতি, সিলেট’-এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা বৃহত্তর সুনামগঞ্জের উন্নয়ন সাধন করে ইতিহাস সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন। বক্তারা বলেন, সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে গেলে বৃহত্তর সুনামগঞ্জের কল্যাণে আরো বেশি কাজ করা যাবে। আমাদের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে উল্লেখ করে বক্তারা সিলেট শহরে বসবাসরত সুনামগঞ্জের প্রায় পঁচিশ হাজারের মতো মানুষের অধিকাংশকেই সমিতির অন্তর্ভুক্ত করার আহবান জানান।
গত শনিবার দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি নাছিম হোসাইনের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত শিল্পপতি দানবীর ড. রাগীব আলী, সমিতির সাবেক সভাপতি লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর (অব.), সাবেক সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সাবেক সহ সভাপতি আ ন ওহিদ কনা মিয়া, মো. আরিফ মিয়া, আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সহ সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, প্রফেসর ড. তোফায়েল আহমদ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান দুটি অধিবেশনের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে সভায় শোকপ্রস্তাব পেশ করা হয়। এরপর সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মুকিত। আভ্যন্তরীণ অডিট রিপোর্ট পেশ করেন আভ্যন্তরীণ অডিট কমিটির সদস্য মোহাম্মদ আলী। এরপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ। এতে সুনামগঞ্জ সমিতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি আজীবন সদস্যদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মনোনয়ন বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর (অব.) মনোনয়ন কার্যক্রম পরিচালনা করেন। পরে মনোনয়ন বোর্ড কর্তৃক সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন। এতে নাছিম হোসাইনকে সভাপতি, এডভোকেট মো. সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান। অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।