সাবেক মেয়র কামরানের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:১৫:০৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের জন্মদিন উপলক্ষে ছড়ারপাড় এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর ছড়ারপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার পূর্বে সমবেত মুসল্লিগণের উদ্দেশ্যে ছড়ারপাড় জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান উসমানী বলেন, বদর উদ্দিন আহমদ কামরান একজন জনদরদী নেতা ছিলেন।
অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে সহযোগিতা করেছেন। তার শূন্যতা সিলেটের মানুষ অনুভব করেন। কামরান পরিবারের পক্ষে তাঁর বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাবার জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সবার কাছে দোয়া চান। এসময় আরও উপস্থিত ছিলেন ছড়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, সাইফুল আলম খান কয়েছ, এম এ মতিন, আব্দুর রহমান, আব্দুল আজিজ, কামাল আহমদ, এনাম আহমদ, আবুল আহমদ, মুরাদ আহমদ, জাহিদ মুসা, সেমুন আহমদ, নিহির মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি