সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এনায়েত হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:২১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।
গতকাল রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে ৪ বছরের জন্য এনায়েত হোসেনকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন।